প্রবাসীদের দেশে ফিরতে করোনা সনত বাদ্ধতা মূলক লাগবে | Biman Bangladesh Airlines ||
লিবিয়া থেকে করোনা ভাইরাস পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় বুরাক এয়ারের ফ্লাইট অপারেটরকে তিন লাখ টাকা জরিমানা করেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ তথ্য জানিয়েছেন।
শাহজালাল বিমানবন্দরের বার্তায় জানানো হয়,
লিবিয়া থেকে ১৫৩ জন যাত্রী নিয়ে ঢাকায় নামে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট৷
ওই ফ্লাইট চালানোর ক্ষেত্রে শর্ত ছিল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব যাত্রীর সঙ্গে তাদের কোভিড-১৯ পরীক্ষার সনদ থাকতে হবে।
কিন্তু ঢাকায় নামার পর বিমানবন্দরের হেলথ ডেস্কের কর্মীরা মাত্র তিনজন যাত্রীর কাছে ‘কোভিডমুক্ত’ সনদ পান৷ বাকি ১৫০ জন যাত্রীর সঙ্গে পরীক্ষা সংক্রান্ত কোনো নথি ছিল না ||
Comments
Post a Comment