প্রবাসীদের জন্য বিমান টিকিট বিষয় সুখবর দিলেন বিমান বাংলাদেশ | Biman Bangladesh Airlines ||
টিকিট কেটেও যারা মধ্যপ্রাচ্যের কর্মস্থলে যেতে পারছেন না, তাদের জন্য পরবর্তীতে বিনা খরচে টিকিট রি-ইস্যু করে দিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান সচিব মহিবুল হক। এদিকে করোনা সংক্রমণ রোধে বিমানবন্দরে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বিষয়ে বাংলাদেশ এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানো হবে বলে জানান বিমান সচিব। তিনি বলেন, এ পর্যন্ত আড়াই থেকে ৩ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বিমান ও বেবিচকের।
গতকাল পর্যন্ত বাংলাদেশে ২৯টি এয়ারলাইন্স চালু ছিল বলে জানিয়েছেন বিমান সচিব মহিবুল হক। করো;নার প্রকোপ বাড়লেও বিমানবন্দর বন্ধ করে দেয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান।
Comments
Post a Comment